পাকিস্তানি বোলার আফ্রিদি, দুর্নীতির অভিযোগে সাময়িক নিষিদ্ধ
পাকিস্তানের ঘরোয়া লিগের দল খাইবার পাখতুনখাওয়ার বাঁ-হাতি স্পিনার আসিফ আফ্রিদিকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠায় তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, বাঁ-হাতি এই স্পিনার এখন থেকে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে নিজেকে জড়াতে পারবেন না। তার বিরুদ্ধে তদন্ত চলছে, তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
মঙ্গলবার পিসিবি এক বিবৃতিতে বলেছে, আচরণবিধির অনুচ্ছেদ ২.৪ ভঙ্গের দায়ে এই ক্রিকেটারের বিরুদ্ধে দুটি অভিযোগ এনে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে।
তবে যেহেতু তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে, তাই পাকিস্তানি এই স্পিনার ঠিক কি ধরনের দুর্নীতিতে অভিযুক্ত, সেই বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি পিসিবি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন