‘পাকিস্তানের ধৈর্যের পরীক্ষা নেয়া ভারতের উচিত হবে না’

জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জাতিসংঘে পাকিস্তানকে আক্রমণ করে বক্তব্য দেয়ার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ভারতকে সন্তাসবাদের জন্য অভিযুক্ত করেছেন।

শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত হচ্ছে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক এবং কুলভূষণ যাদব তার একটি প্রমাণ।

কোরেশি বলেন, প্রতিবেশী দেশটি ঠুনকো অজুহাত তুলে পাকিস্তানের দেয়া শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান ও অন্য কয়েকটি দেশে ভারত সন্ত্রাসবাদ রপ্তানি করছে তার প্রমাণ হচ্ছে কুলভূষণ যাদব।

তিনি বলেন, পাকিস্তানের ধৈর্যের পরীক্ষা নেয়া ভারতের উচিত হবে না; ভারতীয় আগ্রাসনের আমরা জবাব দেব। সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় কোনো রকমের ভুল করলে পাকিস্তানের পক্ষ থেকে কঠিন প্রতিশোধের মুখে পড়তে হবে।