পাকিস্তানের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩০
পাকিস্তানে পেশোয়ারে শিয়া মসজিদের ভেতরে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতদের লেডি রিডিং হসপিটালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কেউ জড়িত থাকার দাবি করেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করছে স্থানীয় পুলিশ।
শায়ান হায়দার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি নামাজ পড়ার উদ্দেশে মসজিদে প্রবেশের মূহূর্তেই শক্তিশালী বোমা বিস্ফোরণে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। চোখ খুলে তিনি চারিদিকে ধুলা এবং মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
পেশোয়ার শহরের পুলিশ কর্মকর্তা ইয়াজ আহসান জানান, একজন পুলিশ কর্মকর্তাও বোমা বিস্ফোরণে নিহত হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, শহরের একটি মসজিদে দুই হামলাকারী প্রবেশের চেষ্টা করেছিল। তারা দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিতে একজন কর্মকর্তা নিহত হয় এবং আরেকজন গুরুতর আহত হয়। এ সময় মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকায় অনেকগুলো বাজার রয়েছে। জুমার নামাজের আগে সবাই দোকান বন্ধ করে নামাজ পড়ে।
এ ঘটনার তীব্র সমালোচনা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে ইমরান আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।
হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম জানান, ৩০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।
তিনি আরও জানান, হাসপাতালে রেড এলার্ট জারি করা হয়েছে। এ ছাড়া, আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতাল থেকে চিকিৎসকদের নিয়ে আসা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন