পাকিস্তানে সরকারি প্রাসাদে থাকবেন না ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক ক্রিকেটার ইমরান খান। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বিলাসবহুল সরকারি বাসভবনে থাকবেন না বলে জানিয়েছেন তিনি। বরং ওই বিলাসবহুল বাসভবনকে সাধারণের কাজে লাগে এমন কোনও প্রতিষ্ঠানে পরিণত করতে চান।
গতকাল দেয়া এক ভাষণে ভিআইপি সংস্কৃতি অবসানের প্রতিশ্রুতি দিয়ে ইমরান খান বলেন, ‘প্রধানমন্ত্রীর ভবন নিয়ে কী হবে, সেটা আমাদের সরকারই ঠিক করবে। এরকম এক প্রাসাদোপম বাড়িতে থাকতে আমার লজ্জা করে। বাড়িটাকে শিক্ষা প্রতিষ্ঠান বা ওই ধরনের কিছু একটায় বদলে ফেলা হবে যাতে মানুষের উপকার হয়। আমি একেবার সাধারণের মতো থাকব’।
৬৫ বছর বয়সি এই নেতা বলেন, এতদিন দেখেছি, ক্ষমতায় যে-ই আসে, বদলে যায়। আমার ক্ষেত্রে তা হবে না। পাকিস্তানে দুর্নীতি মাথাচাড়া দেওয়ায় এবং শাসন ব্যবস্থা ভেঙে পড়তে দেখে ২২ বছর আগে রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত নিই।
পাশাপাশি পাকিস্তানকে ধনী ক্রমশ আরও ধনী হবে, অন্যদিকে গরিব আরও গরিব, এই চিরাচরিত চক্র থেকে মুক্ত করার প্রতিশ্রুতিও দেন ইমরান। বলেন, বদল শুরু করতে হবে একেবারে মাথা থেকে।
বৃহস্পতিবারই পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব পাওয়া অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ার পর ইসলামাবাদের বানি গালা এলাকায় ইমরান খানের বাড়িতে বেসরকারি নিরাপত্তারক্ষীদের সরিয়ে ভিআইপি নিরাপত্তা বসানো হয়। বাড়ির সামনের রাস্তা ব্যারিকেড দেয়ার পাশাপাশি অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন