পাকিস্তান জাতীয় পরিষদ থেকে ইমরানের দলের সকলের পদত্যাগ

সদ্য সাবেক প্রধামন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সকল সদস্য গণহারে পদত্যাগ করে জাতীয় পরিষদ থেকে বের হয়ে গেছেন।

সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করার কথা ছিল। আর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে সকল সদস্য উপস্থিত হন।

কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি জানান, তারা গণহারে পদত্যাগ করবেন এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়ায় তারা অংশ নেবেন না।

তার এ ঘোষণার পর ডেপুটি স্পিকার কাসের সুরিও অধিবেশন ছেড়ে বের হয়ে যান। এখন তার জায়গায় স্পিকারের দায়িত্ব পালন করছেন মুসলিম লিগ-এন এর আয়াজ সাদিক।

তিনিই শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়টি পরিচালনা করেছিলেন।

এদিকে পিটিআইয়ের পক্ষ থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশিকে নতুন প্রধানমন্ত্রীর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দিয়েছিল ইমরান খানের দল।

কিন্তু তিনিও নির্বাচনের আগে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করায় এখন শেহবাজ শরীফ একমাত্র প্রতিদ্বন্দ্বি হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

সূত্র: ডন