পাকিস্তান শীঘ্রই উত্তর কোরিয়া হয়ে উঠবে, আশঙ্কা যুক্তরাষ্ট্রের

একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। আর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারের আশঙ্কা, পাকিস্তানও হয়ে উঠতে পারে উত্তর কোরিয়ার মতোই।

এ ব্যাপারে ম্যাকমাস্টার বলেন, হাক্কানি এবং তালিবানদের জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য মদত দিচ্ছে পাকিস্তান। অন্যদিকে, ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারিও দিচ্ছে দেশটি। কিছুদিন আগেই পাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল পাকিস্তানের পরমাণু ভাণ্ডার সুরক্ষিত এবং নিরাপদে রয়েছে। এই ধরণের পাকিস্তানের ক্রমাগত হুমকির জেরেই যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, নিউক্লিয়ার ব্ল্যাকমেল এভাবে চালিয়ে গেলে পাকিস্তান শীঘ্রই উত্তর কোরিয়া হয়ে উঠতে পারে।

যদিও এই ঘটনার রেশ টেনে ম্যাকমাস্টার জানিয়েছেন, পাকিস্তান যদি উত্তর কোরিয়ার মতো হয়ে ওঠে তাহলে সেটা গোটা বিশ্বের পাশাপাশি পাকিস্তানের পক্ষেও খুব একটা সুখকর হবে না। বরং পাকিস্তান যদি নিজেদের নিরাপত্তা বাড়িয়ে দেশকে আরও সুরক্ষিত করে তোলে তাহলে সেটি অনেক বেশি ভালো হবে।