পাখির বাসা দেখতে গিয়ে মাটি চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ভাটেরার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ৩ শিশুর মধ্যে ভাটেরার পশ্চিম ইসলামনগরের তছিবুর রহমানের ছেলে, সুমন মিয়া (১৫), আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১৪) ও আব্দুল করিমের ছেলে আব্দুল কবির (৯)।

পশ্চিম ইসলামনগরের পঞ্চায়েত প্রধান সফর উদ্দিন জানান, রাবার বাগানের ভিতরে ঘাগরাছড়া টিলায় ৩ শিশু পাখির বাসা দেখতে পেয়ে টিলার গর্তে ঢুকে যায়। সেখানে ঢুকা মাত্রই মাটি ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।