পাগলেও বোঝে আগামীতে কারা ক্ষমতায় যাবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পাগলেও বোঝে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে। শুক্রবার (১১ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাসে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না।
বিএনপির এই নেতা বলেন, ‘যেদিন জয়নুল আবদীন ফারুকের ওপর হামলা হয়েছিল, সেদিন থেকেই হাসিনার পতন শুরু হয়ে গিয়েছিল। জনগণের মাইর কেমন সেটা শেখ পরিবার খুব ভালো করেই জানে।’

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন