পাঞ্জাবি পরে রাশিয়া যাচ্ছে নাইজেরিয়া ফুটবল দল
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুদিন বাকি। ৩২ দলের প্রায় সবাই ইতোমধ্যে পৌঁছে গেছে বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ায়। দলগুলোর রাশিয়ায় অবতরণের পর বিমানবন্দর থেকে নামার দৃশ্য খুবই সাধারণ। কেউ বা স্যুটটাই, কেউ বা শর্টস জার্সি পরে বিমান থেকে নেমেছে। কিন্তু নাইজেরিয়া ফুটবল দল যেন সবাইকে চমকে দিল। পাঞ্জাবি পরেই বিশ্বকাপের উদ্দেশে দেশ ছেড়েছে তারা।
নাইজেরিয়ার ফুটবলাররা দেশের পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে সাদা-সবুজ রঙের মিশেলে তৈরি পাঞ্জাবি পরেই বিমানে উঠেছে। দলের খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট করার পরেই প্রশংসা ও মজাদার কমেন্টের হিড়িক পড়ে যায়।
নাইজেরিয়ার অধিনায়ন জন ওবি মিকেল তার পাঞ্জাবি পরিহিত ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে লেখেন, ‘রাশিয়া, আমরা আসছি।’
২০১৮ রাশিয়া বিশ্বকাপে চমক দেয়াই যেন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে নাইজেরিয়ার। ইতোমধ্যে জার্সি দিয়ে সবাইমে তাক লাগিয়ে দিয়েছে। নাইকির প্রস্তুত করা নাইজেরিয়ার অ্যাওয়ে জার্সিটি কিনতে ৩০ লাখেরও বেশি মানুষ অর্ডার করেও খালি হাতে ফিরেছে। এবার পাঞ্জাবি পরে রাশিয়া আগমন আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসলো আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশটিকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন