পানামার পর প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতেও অমিতাভের নাম
পানামা পেপার্স কেলেঙ্কারির পর এবার প্রকাশ্যে এসেছে প্যারাডাইস পেপার্স দুর্নীতি।
এতে নাম এসেছে পৃথিবীর দাপুটে রাজনীতিবিদ, অভিনয়শিল্পী,ব্যবসায়ীদের।
এর আগে পানাম পেপার্সে নাম এসেছিল ভারতীয় বিগ বস অমিতাভ বচ্চনের। এবারও তার নাম উঠে এলো আয়কর ফাঁকি দেয়াদের তালিকায়।
ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) রোববার মধ্যরাতে এই তালিকা প্রকাশ করে।
বিশ্বের ১০০টি সংবাদ সংস্থার যৌথ ওই তদন্তে উঠে এসেছে প্রায় ১ কোটি ৩৫ লাখ নথিপত্রের বিপুল ভাণ্ডার।
তালিকায় মোদি সরকারের বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা, বিজেপি-র রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন সাংবাদিক আরকে সিংহ, বিজয় মাল্য থেকে শুরু করে করপোরেট লবিস্ট নীরা রাডিয়ার, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত, কংগ্রেস নেতা সচিন পাইলটের নাম রয়েছে।
ব্রিটেনের রানি এলিজাবেথ, মার্কিন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য সচিব, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জামাইয়ের নামও রয়েছে তালিকায়।
তদন্তে দেখা গেছে, নামে-বেনামে ওই রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, শিল্পপতি, ফিল্ম স্টারসহ সমাজের মান্যগণ্য ব্যক্তিরা বিদেশে কালো টাকা জমিয়ে চলেছেন। নামে ও বেনামে একের পর এক খুলে চলেছেন বেআইনি কোম্পানি। আর দিয়ে চলেছেন আয়কর ফাঁকি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন