পানি বেড়ে ‘১০ হাজার মানুষ’ পানিবন্দি কুড়িগ্রামে।
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে; দেখা দিয়েছে নদী ভাঙন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত সবগুলো পয়েন্টে বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হলেও নদ-নদী অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে; এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ।
বাসিন্দারা বলছেন, আমন বীজতলা, পাট, পটল, ঢেঁড়সসহ বিভিন্ন সবজি ক্ষেত তলিয়ে গেছে। এ ছাড়া চরের সড়কে পানি ওঠায় কাঁচা সড়কগুলো ভেঙে যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে পশু খাদ্যের সংকট।
এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদ-নদীতে দেখা দিয়েছে ভাঙন। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলার ভাঙনে ২০টি পরিবার গৃহহীন হয়েছে।
স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী বলেন, মঙ্গলবার (২০ জুন)রাজারহাট উপজেলার কিং ছিনাই গ্রামের বাসিন্দা তৌহিদুল ও মোজা মিয়ার বাড়ি ধরলার ভাঙনে বিলীন হয়েছে। ভাঙন হুমকিতে রয়েছে আরও ১০টি পরিবার।
পানি বাড়ায় ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলায় ভাঙনে ২০টি পরিবার গৃহহীন হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, বন্যা মেকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৫৪১ টন চাল, ১০ লাখ ২১ হাজার টাকা ও শুকনো খাবার মজুদ রয়েছে। যেখানে প্রয়োজন হবে তাৎক্ষণিকভাবে বিতরণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন