পাবনায় কমিউনিটি পুলিশিং ডে পালন
পাবনায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে পুলিশ লাইনস এর সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইনস এ এসে শেষ হয়। পরে পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ।
পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এসময় আরো বক্তব্য দেন, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পিবিআই পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, জেলা আ.লীগের সভাপতি রেজাউর রহিম লাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা আ.লীগের সহ সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, রানা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বিশ্বাস রানা।
এসময় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কাজ হলো সমাজে অপরাধ সংগঠিত হওয়ার আগেই অপরাধীকে চিহ্নিত করা, অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা। পুলিশ এক্ষেত্রে শতভাগ সফল হয়েছে।
বক্তারা আরো বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ফলে সমাজে বাল্য বিবাহ, ইভটিজিং অনেক কমেছে। এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের আরও কাজ করতে হবে।পরে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ সদস্য এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তার হাতে কেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন