পাবনায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
পাবনা জেলায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করনীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার পাশাপাশি মতবিনিময় ও তথ্যচিত্র উপাস্থাপন করা হয়। সভায় মুল প্রবন্ধ উপাস্থাপন করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম।
সভায় তথ্যচিত্র উপাস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, মাহফুজা আকতার, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান ও সাংবাদিক রফিকুল ইসলাম সুইট প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জনসাধারণকে এগিয়ে নিতে হবে। সবাই কাজ করলে ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ বিনির্মান সম্ভব। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন