পাবনার আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পাবনার আটঘরিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা দেবোত্তর গ্রামের বিশিষ্ট সমাজসেবক রাজশাহী বেতার ও বিটিভি’র নিবন্ধিত গীতিকার আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রাসেল মাস্টারের পিতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোল্লা (৭৫) শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার সময় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার (৪ নভেম্বর) সকাল এগারোটার সময় আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহারুল ইসলাম, পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি আওরঙ্গ জেব বাবলু, আটঘরিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। জানাজা নামাজ শেষে রামচন্দ্রপুর ও ভজেন্দ্রপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন