পাবনার আটঘরিয়ায় বিনা চাষে পেঁয়াজ চাষ শুরু
পাবনার আটঘরিয়ায় বিগত কয়েক বছর বিনা চাষে রসুন আবাদ হলেও একই পদ্ধতিতে এবার শুরু হয়েছে বিনা চাষে পেঁয়াজ চাষ। আর এ কাজে উদ্যোক্তা হয়েছে বিআরডিবি।
জানা গেছে, চৈতালী মওসুমে বিল এলাকায় মশুর, খেসাড়ী, গম, ধান কাটার পর বিগত ৩/৪ বছর যাবত ঐসব এলাকার নরম মাটিতে বিনা চাষে রসুন আবাদ হয়ে আসছে। বিআরডিবি কমর্ীদের ভাবনা বিনা
চাষে নরম মাটিতে রসুন আবাদ হলে পেঁয়াজ আবাদ হবে না কেন? এ ভাবনার উপর বিআরডিবি উৎসাহি কৃষকদের মাঝে পেঁয়াজ আবাদের ঋণ কার্যক্রম শুরু করেছে।
পাবনার আটঘরিয়া পৌর এলাকার রাধাকান্তপুর মহল্লার বিলে শিরিয়া খাতুনকে প্রথম ধাপ দিয়ে বিনা চাষে পেঁয়াজ আবাদ শুরু করে। ইতিমধ্যেই তার জমিতে নরম কঁাদা মাটিতে পেঁয়াজ রোপণ করে আশানুরূপ পেঁয়াজ গাছ বড় হচ্ছে। এ দেখে আগামীতে অনেকেই নরম কঁাদা মাটিতে পেঁয়াজ আবাদের উৎসাহ দেখাচ্ছেন।
শিরিয়া খাতুনের আধা বিঘা জমিতে পরীক্ষামূলক বিনা চাষে নরম কঁাদা মাটিতে পেঁয়াজের চারা রোপণ করে আশানুরূপ ফলন পাবে বলে আশাবাদী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন