পাবনার আটঘরিয়ায় মেছো বাঘ আটক
পাবনার আটঘরিা উপজেলার রামনগর গ্রামে একটি মেছোবাঘকে আটক করেছে এলাকাবাসী। শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে শাহেদ আলী নামক এক কৃষকের কলাবাগান থেকে মেছোবাঘটি আটক করা হয়। পরে পাবনা জেলা বনবিভাগের সহযোগিতায় ওই মেছোবাঘকে পুলিশ ও এলাকাবাসীর উপন্থিতিতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, শুক্রবার বিকালে শাহেদ আলী তার রোপণকৃত কলাবাগনে কলা কাটছিলেন। এসময় কলা গাছের ঝোপ থেকে একটি মেছোবাঘ তাকে লক্ষ করে ফোস ফোস করে উঠে। তাৎক্ষনিক শাহেদ আলী বাঘ বাঘ বলে চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে এসে দ্রুত জাল দিয়ে মেছোবাঘটি আটক করেন।
পরে পাবনা বনবিভাগকে জানানো হলে তারা অন্যান্য মেছোবাঘ আছে বলে দাবী করে আটককৃত মেছো বাঘটিকে বাঁচানোর জন্য উক্ত স্থানে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন