পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়হান উদ্দিন বিশ্বাস জনি (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। সোমবার (৮ আগস্ট) সকালে পাবনা র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায় এ তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল রোববার (৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে জনিকে আটক করা হয়। আটক জনি বিশ্বাস ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের আবেদ আলী বিশ্বাসের ছেলে।
পাবনা র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে জনিকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, আটক মাদক বিক্রেতা জনি দীর্ঘদিন নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, মাদক বিক্রেতা জনির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ দায়েরের পর মামলা নথিভূক্ত হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন