পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে দোকান সিলগালা! ২০ হাজার টাকা জরিমানা
পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ও নকল প্রসাধণী বিক্রির অপরাধে একটি দোকান সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৪ সেপ্টেম্বর) ঈশ্বরদী বাজারের এবি প্লাজার পাইকারী কসমেটিক্স-এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম। নিষিদ্ধ প্রসাধণী বিক্রির দায়ে দোকান সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি বলেন, এখানে নিষিদ্ধ ও নকল ব্র্যান্ডের প্রসাধণী বিক্রির করা হতো। এসব মালামাল জব্দ করা হয়েছে। দোকান সিলগালা করা হয়। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন