পাবনার ঈশ্বরদীর কলেজ রোডে রাস্তার মাঝে বালু ও খোয়ার স্তুপে জনদুর্ভোগ!
পাবনার ঈশ্বরদী শহরের ব্যস্ততম কলেজ রোডে পাকা রাস্তার অর্ধেক জুড়ে রাস্তার মাঝখানে বালু ও ইটের খোয়া রাখার কারনে জনদুর্ভোগে পড়েছেন এই রাস্তায় চলাচলরত যানবাহন ও পথচারীরা। প্রায় এক মাস ধরে এই রাস্তায় চলাচলকারীদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈশ্বরদী পৌরসভার একটি সংযোগ রাস্তা নির্মাণের জন্য ঠিকাদারের লোকজন রাস্তার ওপর ট্রাক ভর্তি বালু ও ইটের খোয়া রেখে রাস্তার কাজ করছেন, এ কারণে ব্যস্ততম কলেজ রোডে চলাচল করা দায় হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ওই এলাকার একাধিক চিকিৎসা কেন্দ্রে চলাচল করতে রোগী ও তাদের স্বজনরাও পড়ছেন নানা দুর্ভোগে।
এই এলাকায় প্যারালাইসি রোগের চিকিৎসা কেন্দ্র ঈশ্বরদী পেইন এন্ড প্যারালাইসিস সেন্টারের পরিচালক আতাউর রহমান বাবলু জানান, প্রায় ১৫-২০ দিন ধরে রাস্তার ওপর এভাবে বালুর স্তুপ ও ইটের খোয়া রাখার কারণে প্যারালাইসিস রোগে আক্রান্ত অসুস্থ্য রোগীদের চিকিৎসা গ্রহণের প্রয়োজনে এ পথে যাতায়াতে সমস্যা ও দুর্ভোগে পড়তে হচ্ছে।
ঈশ্বরদী পৌরসভার সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান অঞ্জন বলেন, দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তা থেকে ইটের খোয়া ও বালুসহ নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্টদের ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন