পাবনার চাটমোহরে কয়েক লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তানজিনা খাতুন।
চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ডিকসির বিলে এ অভিযান চালিয়ে ৭০ পিচ চায়না দুয়ারী ও ২ লক্ষ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলার ডিকসির বিলে অভিযান চালিয়ে এই কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন