পাবনার চাটমোহরে মুক্তিযোদ্ধাদের গৃহনির্মাণের জন্য ঠিকাদার নির্ধারণের লটারী অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/11/1638284339293_News-Photo-Pabna.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পাবনার চাটমোহর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৮টি গৃহনির্মাণের জন্য ঠিকাদার নির্ধারণে লটারী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই লটারী অনুষ্ঠিত হয়। লটারী পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস এম মোজাহারুল হক।
এসময় সহকারী কমিশনার (ভূমি) তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএ মাসুমবিল্লাহ, শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ মাহবুবুর রহমান, পিআইও এসএম শামীম এহসানসহ বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
মুজিববর্ষ উপলক্ষে সরকার পাবনার চাটমোহর উপজেলার ৮ জন বীর মুক্তিযোদ্ধাকে ৮টি গৃহনির্মাণ করে দিচ্ছে। প্রতিটি গৃহনির্মাণে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা ব্যয় হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন