পাবনার দাপুনিয়ায় ধান গাছের সাথে শত্রুতা!!
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের টিকরী গ্রামে গত ২০ আগষ্ট শুক্রবার সকালে আফেদ আলী বিশ্বাসের ২৪ শতাংশ জমিতে রোপণকৃত ধান গাছ শত্রুতা করে কর্তন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে তার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
এ ঘটনায় আফেদ আলী বিশ্বাস বাদী হয়ে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, সদর উপজেলা দাপুনিয়া ইউনিয়নের টিকরী গ্রামে মৃত ওমেদ আলী বিশ্বাসের ছেলে আফেদ আলী বিশ্বাস টিকরী মৌজা খতিয়ান নং আরএস ৪২৩, দাগ নং আরএস ১৬০৪/১৬০৫ জমির পরিমান ২৪ শতাংশ জমিতে গুটি স্বর্ণা ধান রোপণ করেন।
প্রতিপক্ষ একই এলাকার মোঃ আলেপ বিশ্বাস এর ছেলে আব্দুল হাকিম (৩২), মৃত সামেদ আলী বিশ্বাসের ছেলে আলেপ বিশ্বাস (৫৮), ইয়াছিন বিশ্বাসের ছেলে মজি (৩৫), ইজিবর রহমান (৩৩),মৃত সামেদ আলী বিশ্বাসের ছেলে ইয়াছিন আলী বিশ্বাস সহ অজ্ঞাত নামা ৫/৭ জন জোরপূর্বক ওই জমিতে এসে শত্রুতা করে সন্ত্রাসী স্টাইলে মই, হাসুয়া দিয়ে জমির রোপণকৃত ধান গাছ ভাঙ্গিয়া কেটে সাবার করে দিয়েছে। বিষয়টি আফেদ আলী বিশ্বাস জানতে পেরে তাদেরকে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে খুন করার হুমকি দিয়ে পালিয়ে যায়।
তবে এলাকার সচেতন মহল বলছেন, এই বিষয়ে যে কোনো মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন