পাবনার বেড়ায় খোলা বাজারে দাহ্য পদার্থ বিক্রি: অভিযানে জরিমানা
পাবনা বেড়া উপজেলার হাট বাজারে মহাসড়কের পাশে প্রকাশ্যে মুদি দোকানে বিক্রি হওয়া দাহ্য পদার্থ জ্বালানি তেল পেট্রোল অকটেন বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালানা হয়েছে।
গত শনিবার বিকেলের দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলাম অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫টি দোকানে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোরশেদুল ইসলাম জানান, লাইসেন্স ব্যতিত কোনো ব্যবসায়ী দাহ্য পদার্থ বিক্রি করতে পারে না। ইতিপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকানীদের সর্তক করা হয়েছিল। তেল পাম্প মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে যাতে তারা খোলা বাজারের তেল বিক্রি না করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন