পাবনার ভাঙ্গুড়ায় নদীর জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/02/News-Photo-Pabna-23.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদী দখল করে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। ভাঙ্গুড়া ইউনিয়নের চৌবাড়ীয়া হারোপাড়া গ্রামের মৃত ইরাই মোল্লার ছেলে প্রভাবশালী ব্যবসায়ী মো. রঞ্জু মোল্লা তার বাড়ীর সামনে নদী দখল করে ব্যবসার জন্য পাকা ভবন নির্মাণ করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাঙ্গুড়া-ভবানীপুর সড়কের ধারে নদীর উপর ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ২০ ফুট। নদীর নিচ থেকে প্রায় ১৫ ফুট উচুতে ১২ কলাম দিয়ে বহুতল ভবন নির্মাণের কাজ করছে শ্রমিকরা। সেখানে থাকা এক শ্রমিক বলেন, এক মাস ধরে এ কাজ করছি আরো অনেক দিন লাগবে।
এলাকাবাসী জানান, বর্ষাকালে পানি বাড়লে নদীতে নৌকা চলাচল করে। ভবনটি নির্মাণ করায় নৌ-চলাচল ব্যাহত হতে পারে। কিন্তু মো. রঞ্জু মোল্লা প্রভাবশালী হওয়ায় সবাইকে ম্যানেজ করে নদী দখল করে পাকা ঘর নির্মাণ করছেন।
প্রভাবশালী ব্যবসায়ী রঞ্জু বলেন, বাড়ীর জায়গা অল্প হওয়ায় ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন এর কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ীর সামনে নদীর উপপর ৮ সিসি করে পাকা ঘর নির্মাণ করছি।
ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন বলেন, নদী দখল করে ঘর নির্মাণ করছে রঞ্জু ব্যাপারী। তবে এ বিষয়ে তার সাথে আমার কোন কথা হয় নাই।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণ করার কোন সুযোগ নাই। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন