পাবনার ভাঙ্গুড়ায় সড়ক দখল করে দোকান ঘর নির্মাণ
পাবনার চলনবিল অঞ্চলের বিলপাড়ের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে ভাঙ্গুড়া টু নওগঁা সড়ক নির্মাণ করা হয় সেই সড়ক দখল করে উপজেলার ময়দানদিঘী বাজারে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে মো. নুর ইসলাম, রফিকুল ইসলাম ও আমিরুল ইসলামের বিরুদ্ধে। তারা খান মরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামের মো. রহম আলীর ছেলে।
গত রবিবার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেন ঐ এলাকার মো. আব্দুল বারী নামে এক ব্যাক্তি। অভিযোগ সূত্রে জানাযায় ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজারে স্থানীয় প্রভাব খাটিয়ে সড়ক দখল করে দোকার ঘর নির্মাণ করছে।
সরেজমিনে দেখা যায়, পাবনার ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের ময়দানদিঘী বাজারে তিন মাথা সড়ক সংলগ্ন মেইন সড়কের উত্তর পাশে ও ভায়া সড়কের পশ্চিম পাশে একটি স্থায়ী পাকা দোকান ঘর নির্মাণ করা হয়েছে। বর্তমান সেই দোকানের দু’পাশে সড়ক দখল করে দোকান ঘরের বারান্দা নির্মাণ করছিল। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ ও স্থানীয় প্রধান ও ময়দানদিঘী বাজার সমিতির সভাপতিকে জানালে সে কাজ বন্ধ করে দেন।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, ইউনিয়নের দুধবাড়িয়া, রমনাথপুর, পরমান্দপুর, হেলেঞ্চা, মাদারবাড়ীয়া, কালীনজিরি, মুন্ডমালা, বড়পুকুরিয়া, দুহারগ্রামসহ ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ এই ভায়া রান্তা দিয়ে যাতায়াত করে।
সড়ক দখলকারী মো. নুর ইসলাম বলেন, ঘর নির্মাণ করছি না আমার দোকানের সিড়ি নির্মাণ করছি। বাজার সমিতির সভাপতি কাজ বন্ধ করার নির্দেশ দেওয়ার সাথে সাথে আমি কাজ বন্ধ করেছি।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খাঁন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন