পাবনার সুজানগরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জন আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/02/News-Photo-Pabna-1-7.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর কঠোর নির্দেশনায় সুজানগরের সাতবাড়ীয়া পদ্মা নদী তীরবর্তী চরসহ উপজেলার বিভিন্ন স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে ৪ শ্রমিককে আটক ও বালু ভর্তি গাড়ি জব্দ করেছে সুজানগর থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার গোপালপুর গ্রামের শামসুল প্রামানিকের ছেলে মুন্নাফ হোসেন (৩২) ও বাচ্চু সরদারের ছেলে রাসেল সরদার (২২), উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের মোজাহিতপুর গ্রামের মির্জান প্রামানিকের ছেলে ঝন্টু সরদার (২৪) এবং একই গ্রামের ফজলার রহমানের ছেলে আব্দুল্লাহ (২৩)।
অবৈধ ও বেআইনীভাবে নদীর গর্ভ হইতে বালু উত্তোলন ও পরিবহণ করার অপরাধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় সুজানগর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম স্যারের কঠোর নির্দেশনা অনুযায়ী অবৈধ বালু বোঝাই গাড়ী জব্দ করার পাশাপাশি সুজানগরের পদ্মা নদীসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে কাজে জড়িত ৪জনকে আটক করে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধভাবে বালু কাটা ও উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে সুজানগর উপজেলার পদ্মানদী তীরবর্তী বিভিন্ন স্থান থেকে স্থানীয় প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
এদিকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এবং সুজানগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানকে ধন্যবাদ জানিয়েছেন সুজানগরের সাধারণ মানুষ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন