পাবনায় ডেপুুটি স্পিকার শামসুল হক টুকুকে গণসংবর্ধনা প্রদান
পাবনা-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও শামসুল হক টুকুকে গণসংবর্ধনা দিয়েছে পাবনা জেলা আওয়ামী লীগ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের আয়োজনে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গণসংবর্ধনা দেয়া হয়। গণ সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা জেলার বিভিন্ন ইউনিট বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও জেলার সাবেক দপ্তর সম্পাদক এড. আব্দুল আহাদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমজীবী সংগঠন, বেসরকারি সংস্থা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেপুটি স্পিকার নির্বাচিত করে পাবনার ৩০ লক্ষ মানুষকে সম্মানিত করেছেন। দেশের উন্নয়নে এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে মানতে হবে।
একবার ভুল করলে ক্ষমা হয়; কিন্তু বারবার ভুল করলে ক্ষমা হয় না। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দেশনেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী আ.স.ম আব্দুর রহিম পাকনকে বিজয়ী করতে হবে। ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট নতুন ডেপুটি স্পিকার হিসেবে এডভোকটে শামসুল হক টুকু শপথ গ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন