পাবনায় পৃথক অভিযানে অস্ত্র, গুলি, ইয়াবা ও হেরোইনসহ ৬ ব্যক্তি আটক

পাবনার আতাইকুলা, চাটমোহর ও সুজানগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৬ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর থেকে বিকেল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে আতাইকুলায় ৪জন, চাটমোহরে ১জন এবং সুজানগরে ১জনকে আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

আটককৃতরা হলেন- আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বারইপাড়ার মোসলেম প্রামানিকের ছেলে মো. মোখলেছুর রহমান (৪৫), আতাইকুলা থানার সড়াডাঙ্গী গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. সজল (৩০), একই গ্রামের মো. হেলাল উদ্দিন (৪৮), সোনাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. কামাল (৪২), সুজানগর উপজেলার নাজিরগঞ্জের নরসিংহপুর গ্রামের মোজাহার আলী (৪০) এবং চাটমোহর উপজেলার মথুরাপুরের ভাদ্রা ঢাকাইয়া পাড়ার সাদ্দাম হোসেন সবুজ (৩৩)।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি মোহাম্মদ জালাল উদ্দিন জানান, সোনাপুরে একদল সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছে- এমন গোপণ সংবাদের ভিত্তিতে এসআই শহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় সন্ত্রাসী মোখলেছুর, সজল, হেলাল ও কামালকে আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড তাঁজা গুলি, ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২ গ্রাম হিরোইন জব্ধ করা হয়।

এদিকে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষে নাজিরগঞ্জে অভিযান চালিয়ে ১১টি মাদক মামলার আসামী মোজাহার আলীকে আটক করা হয়েছে। এসময় তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ভোর রাতে মথুরাপুরের ঢাকাইয়া পাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন সবুজকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।