পাবনায় বিএনপির প্রচার মাইক ভাঙচুর
পাবনা-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী কেএম আনোয়ারুল ইসলামের ধানের শীষ প্রতীকের প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা মাইক ভাঙচুর করে পালিয়ে যায়। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানাতে না পারলেও বিএনপির পক্ষ থেকে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যার পর পৌর শহরে মাইকের মাধ্যমে ধানের শীষের প্রচার করা হচ্ছিল। জিরো পয়েন্ট এলাকা দিয়ে প্রচার গাড়িটি যাওয়ার সময় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা প্রচার গাড়ি আটকে মাইক ও প্রচার সরঞ্জাম ভাঙচুর করে। বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।’ পরে লিখিত অভিযোগ দেয়া হবে বলে জানান বিএনপির এই নেতা।
অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, ‘আমরা এ ধরনের কাজকে সমর্থন করি না। কোনো কিছু হলেই বিএনপি ছাত্রলীগ বা যুবলীগের ঘাড়ে দোষ চাপায়। কারা কি জন্য মাইক ভাঙচুর করেছে সেটি আমাদের জানা নেই।’
চাটমোহর থানার ওসি শেখ নাসির উদ্দীন জানান, ‘এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে লোক মারফত শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন