পাবনায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা: কলেজ ছাত্রের মৃত্যু
পাবনায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মেহেদী হাসান রণি (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে পাবনা শহরের হাসপাতাল রোডস্থ জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রণি সদরের মালঞ্চি ইউনিয়নের সিঙ্গা পালপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ও পাবনা কলেজের ছাত্র। এ বছর তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
আহত অন্যজনের নাম সাদির হোসেন (২০)। তিনি চাটমোহর উপজেলার সোহাসপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনিও পাবনা কলেজে পড়াশোনা করছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর দুইবন্ধু শহর থেকে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে হাসপাতাল রোড হয়ে সিঙ্গা এলাকার দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রণিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ফুফাতো ভাই আব্দুল মান্নান জানান, রণি ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। পড়াশোনার প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রওশন ইয়াজদানী গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন