পাবনায় যৌথ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাবনা শহরে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রোববার (৮ জানুয়ারি) দুপুরে শহরের আব্দুল হামিদ সড়ক ও সরকারি এডওয়ার্ড কলেজ সড়কের দুই পাশে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
পাবনা জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পাবনা পৌরসভা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আবুল কালাম আজাদ, ইমন হোসেন, আলাল উদ্দিন, সোহেল হোসেন নামের অবৈধ স্থাপনার মালিকরা দাবি করেন, আমাদের না জানিয়ে ও আগে কোনো নোটিশ না দিয়েই ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দিয়েছে প্রশাসন। আমরা সময় চাইলেও দেওয়া হয়নি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত জানান, এর আগেও কয়েকবার জমি পরিমাপ করে লাল চিহ্ন দেওয়া হয়েছে। দখলদারদের কয়েকবার নোটিশ করে জানানো হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একাধিকবার এসে তাদের জানিয়েছেন। অনেকে নিজ দায়িত্ব তাদের স্থাপনা সরিয়ে নিয়েছেন। যারা সরিয়ে নেননি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন