পাবনায় সবজির ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার: গ্রেফতার ১
পাবনা সদর থানার চরঘোষপুর এলাকা থেকে আলু, বেগুন ও ঢেড়সের ব্যাগ থেকে একটি বিদেশী রিভলবারসহ ইমরান হোসেন ওরফে রুবেল (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব পাবনা ক্যাম্পের সদস্যরা।
গতকাল সোমবার (৩০ মে) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ইমরান চরঘোষপুর ছাকান মার্কেট এলাকার বশির আহমেদের ছেলে।
র্যাবের দেওয়া তথ্যে জানা যায়, গোপন সংবাদে জানতে পারে, জনৈক ব্যক্তি পাবনা সদরের চরঘোষপুর এলাকায় অস্ত্রসহ অবস্থান করছেন। র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে একটি অভিযান দল সেখানে অভিযান পরিচালনা করেন।
জনৈক কামাল মন্ডলের বাড়ির কাছ থেকে ইমরান হোসেন ওরফে রুবেলকে সবজির ব্যাগসহ গ্রেফতার করা হয়। এ সময় আলু, বেগুন ও ঢেড়সের ওই ব্যাগ থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। সেই সঙ্গে সিমসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব দাবি করছে, গ্রেফতারকৃত ইমরান হোসেন ওরফে রুবেল দীর্ঘদিন অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলেন। তিনি প্রকৃত একজন অস্ত্র ব্যবসায়ী বলে র্যাব বিভিন্ন মাধ্যমে জানতে পেড়েছে।
এ ঘটনায় পাবনা সদর থানায় সংশ্লিষ্ট অস্ত্র আইনে মামলা দায়েরের পর অস্ত্রসহ গ্রেফতারকৃত যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন