পাবনা প্রেসক্লাবের সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবীতে আটঘরিয়ায় মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/pabna.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।
সোমবার সকালে আটঘরিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে স্থানীয় সাংবাদকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সৈকতের বিরুদ্ধে সম্প্রতি ডিজিটাল মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধের অপচেষ্টা ও মত প্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্থক্ষেপ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরপত্তা আইন বাতিলের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন আটঘরিয়া প্রেসক্লাব সভাপতি খাইরুল ইসলাম, রিপোর্টার ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা, প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান, দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা খাতুন মায়া, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, রিপোর্টার ইউনিটির সাবেক সভাপতি মোনায়েম খান, সাংবাদিক ইব্রাহীম খলিল প্রমুখ।
প্রসঙ্গ গত ৮ মার্চ বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যাক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সাবেক এমপি আরজু এ মামলা দায়ের করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন