পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে বন্দরে ভিড়লো অ্যাথেনা

চলমান জ্বালানী সঙ্কটের মধ্যে কয়লা নিয়ে বন্দরে ভিড়েছে মাদার ভ্যাসেল অ্যাথেনা। শুক্রবার রাত ২টার দিকে পায়রা বন্দরের ইনার চ্যানেলে ২শ’ মিটারের এই জাহাজটি ৪১ হাজার ২৭ মেট্রিকটন কয়লা নিয়ে বন্দরের অদুরে নোঙ্গর করে।

তবে আজ বিকাল তিনটার পর লাইটারেজ জাহাজের মাধ্যমে ভ্যাসেল থেকে কয়লা বন্দরে পৌছাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে ১০ মিটার গভীরতার এই ভ্যাসেলটি কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আযিযুর রহমান জানান, ভ্যাসেলটি তাপবিদ্যুতের কয়লা নিয়ে বন্দরের ইনারে অ্যাংকর করেছে। বিকাল তিনটার পর থেকে লাইটারেজ পদ্ধতিতে কয়লা বন্দরে পৌঁছাবে।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলি শাহ আবদুল হাসিব জানান, জ্বালানী বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালে আশাকরছি ২৫ জুন থেকে কেন্দ্রটি উৎপাদনে যাবে। এর আগে জ্বালানি সঙ্কটে দেশের বৃহৎ আল্ট্রা সুপার ক্রিটিকাল পাওয়ার প্লানটির একটি ইউনিট ২৫ মে বন্ধ হয়ে যায়। এর ১০ দিন পরে ৫ জুন দুপুরে পুরোপুরি উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায় এই কেন্দ্র থেকে।