পার্কে বসে ‘অশালীন’ কাজ, কুষ্টিয়ায় ১১ যুগলের জরিমানা

কুষ্টিয়ার পৌর শিশু পার্কে অশালীন কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১১ জোড়া প্রেমিক-প্রেমিকাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. জহির রায়হানের নির্দেশে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পার্থ প্রতীম শীল, এবিএম আরিফুল ইসলাম, ফারিয়া সুলতানা ও এমএম মুহাইমিনুল আল জিহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাম্যমাণ আদালত পরিচালনা করছেন। পার্থ প্রতীম শীল জানান, সে সময় অর্ধশতাধিত প্রেমিক যুগলসহ তরুণ-তরুণীকে পুলিশের সহায়তায় আটক করা হয়।

তিনি বলেন, পরে পার্ক চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮৬০ এর দণ্ডবিধি ২৯৪ ধারা মোতাবেক তাদের ১১ জোড়া প্রেমিক-যুগলকে ৫১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এবং ৩২ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।