পার্থর হ্যাক হওয়া ফেসবুক আইডিতে ড. কামালকে নিয়ে কটূক্তি
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর হ্যাকড হওয়া ফেসবুক আইডি থেকে ড. কামালকে নিয়ে কটূক্তি করা হয়েছে। Andaleeve Rahman আইডিটি থেকে ড. কামালের বিরুদ্ধে বিভ্রান্তিকর মন্তব্য করা হয় বলে জানিয়েছেন আন্দালিব রহমান। তবে পার্থর ভেরিফায়েড ফেসবুক আইডি সচল রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আন্দালিব রহমান পার্থ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার হ্যাকড আইডি সচল করে হ্যাকাররা ড. কামাল হোসেনকে নিয়ে বাজে মন্তব্য করেছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতে রয়েছেন। এ ধরনের কোনো স্ট্যাটাস থেকে সবাইকে সতর্ক থাকতে বলেছেন।
এর আগে ১২ ডিসেম্বর রাতে আন্দালিব রহমানের ফেসবুক আইডিটি হ্যাক হয়।
ঢাকা-১৭ (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) নিয়ে গঠিত। এই আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে ভোট করছেন বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন