পার্বতীপুরে চলতি ইরি-বোরো মৌসুমে শস্য কর্তন শুরু
দিনাজপুরের পার্বতীপুরে চলতি ইরি-বোরো মৌসুমে শস্য কর্তন শুরু হয়েছে। রোববার (২৫ এপ্রিল) সকালে পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকার শস্য ক্ষেতে উপস্থিত থেকে নমুনা শস্য কর্তনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান খান।
পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সুত্রে জানা গেছে, এবছর এই উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে ২১হাজার ৩শত ৬৯ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকলেও, চাষ হয়েছে ২২ হাজার ৭শত ৩৬ হেক্টর জমিতে, যা লক্ষমাত্রার চেয়ে অধিক।
উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এবছর ইরি- বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে, প্রাকৃতিক দুর্যোগ না হলে, আবারো নতুন ধানে ভরে উঠবে কৃষকের গোলা। এই প্রত্যাশা করছেন চাষিরা। এবারের আবাদও হয়েছে বেশ ভালো। ফলে কৃষকেরা বাম্পার ফলনের আশা করছেন। ধানের বাজার দরও বেশ ভালো। সব মিলিয়ে এই এলাকার কৃষকেরা ফুরফুরে মেজাজে রয়েছে।
পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান খান বলেন, ইতিমধ্যেই নমুনা শস্য কর্তন শুরু হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে এবারে ইরি-বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন