পার্বতীপুরে স্বরস্বতী পূজা উৎসব পালিত
করোনাকালীন পরিস্থিতিতে সারা দেশের ন্যায় পার্বতীপুরে হিন্দু ধর্মালম্বীদের স্বরস্বতী পূজা উৎসব পালিত হয়েছে। পার্বতীপুরের ১ নং বেলাইচন্ডী ইউনিয়নের বাঘাচোড়া, গোপালগঞ্জ বাজারের ‘সার্বজনীন দূর্গা মন্দিরে’ স্বরস্বতী পূজার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুর ১২:০০ টা থেকে সন্ধা ৬:০০ টা পর্যন্ত চলে হিন্দ ধর্মালম্বী ও ভক্ত অনুরাগীদের পূজা অর্চনা। এর পরপরই শুরু হয় সঙ্গীত সন্ধা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অসংখ্য দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য কমল রায় বলেন,ঠাকুরগাঁও ড্যান্স ক্র এর আগত শিল্পীরা মঞ্চে অংশগ্রহন করেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মৃদুল মাসুম।
অংশগ্রহনকৃত শিল্পীরা হচ্ছেন রিমু,সুইটি,জান্নাত সহ আরো অনেকে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মো: আমিনুল হক সরদার, শিক্ষক ও সাংবাদিক মোঃ আল-জাবির সরদার, সাংবাদিক মোরসালিন বাবলা, ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শ্রী: লালবাবু রায়, সাবেক মেম্বার শ্রী: বিকাশ চন্দ্র সরকার, মেম্বার পদ প্রার্থী এস, এম কাফি (লায়ন), সমাজ সেবক হাসমত আলী,অবিলাস চন্দ্র,করুনা রায়,সমাজ সেবক মোঃ কামরুজ্জামান সরদার (কামু) সহ আরো অনেকে।
এছাড়াও পূজা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সফল করতে বিশেষভাবে দিন রাত পরিশ্রম করেন শ্রী: সাগর শীল, রেজা, অতুল, ভূট্টু, সবুজ, ডালিম, রতন, জীবিত, জনক, বিপ্লব, জয়ন্ত, স্থানীয় আওয়ামীলীগ নেতা শ্রী: সুনিল চন্দ্র দেব সহ আরো আনেকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন