পার্বত্যাঞ্চল থেকে জনশক্তি রপ্তানী আশানুরূপ নয়

পার্বত্যাঞ্চল থেকে জনশক্তি রপ্তানী আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, জনশক্তি রপ্তানি বাড়ানোর ব্যাপারে সবাইকে কাজ করতে হবে। তবে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালালদের দৌরাত্ম বন্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংক রাঙামাটি শাখার ব্যবস্থাপক দর্পন চাকমাসহ প্রমুখ। সভায় নিবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা, বর্তমানে রাঙামাটির ১০ হাজার কর্মী বিদেশে কর্মরত আছেন। এই সংখ্যাকে ৫০ হাজারে উন্নীত করতে আমরা কাজ করে যাব। এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি এবং গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করি।

অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী ৩ জন রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা স্মারক ও একজনকে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন অতিথিরা।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রাঙ্গনে দিনব্যাপী প্রবাসী মেলার আয়োজন করা হয়েছে।