পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রামে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “চাঁদাবাজদের কঠোর হাতে দমন করা হবে। পার্বত্য চট্টগ্রামের সমস্যার মূলে রয়েছে চাঁদাবাজি। এটি বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সাজেক পর্যটন এলাকা এবং ২৭ বিজিবি এর সাজেক বিওপি পরিদর্শন শেষে রাঙামাটির বিজিবি সেক্টর হেড কোয়ার্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো জানান, পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার কমাতে সরকার উদ্যোগ নিচ্ছে। পাহাড় বা সমতল যেখান থেকেই হোক না কেন, অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।

তিনি বলেন, “৫ আগস্টের পর থানায় কিছু অস্ত্র হারিয়ে গেছে, যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।”

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ত্রিপুরা রাজ্য সরকারের পার্বত্য চট্টগ্রাম দখল সংক্রান্ত গুজবের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতীয় গণমাধ্যম গুজব রটনায় চ্যাম্পিয়ন। ভারতের এখন মূল কাজ গুজব ছড়ানো। দেশীয় গণমাধ্যমকে এ বিষয়ে সতর্ক থেকে সঠিক তথ্য তুলে ধরতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ কামাল, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হা‌বিব উল্লাহ, পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হো‌সেন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।