পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ এর আয়োজনে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টূর্ণামেন্ট -২০২৪খ্রি. এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ন-সচিব) জনাব রিপন চাকমা।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুর রশিদ বুলবুল।

টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় কর্ণফুলী টিমকে পরাজিত করে মাইনী টিম চ্যাম্পিয়ান হয়।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ন-সচিব) রিপন চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদস্য অর্থ (উপসচিব) জসীম উদ্দিন, সদস্য প্রশাসন (উপসচিব) সুজন চৌধুরী, সদস্য পরিকল্পনা (উপসচিব) জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌস আলম, উপপরিচালক মংচেনলাইন রাখাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা।

বোর্ডের সকল কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া কর্মকর্তা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পা.চ.উ. বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দসহ বোর্ড ও বোর্ডের আওতাধীন প্রকল্পের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।