পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে পুরস্কার বিতরণী

বার্ষিক শিক্ষা বৃত্তি, শিক্ষা প্রণোদনা, সম্মাননা প্রদান, ইফতার সামগ্রী বিতরণী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪
অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় রাঙ্গামাটি, মাইনী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ, কেন্দ্রীয় কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি।

একসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ সভাপতি আমিনুর রশিদ বুলবুল সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, (যুগগ্ম সচিব), সদস্য-অর্থ, উপসচিব মোঃ জসীম উদ্দিন, সদস্য-পরিকল্পনা, উপসচিব সুমন বড়ুয়া, সদস্য-প্রশাসন, উপসচিব সুজন চৌধুরী, সদস্য-বাস্তবায়ন, উপসচিব মোঃ জাহিদ ইকবাল, গবেষণা কর্মকর্তা এবং জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) কাইংওয়াই ম্রো সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীগণ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা প্রণোদনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান।