পার্বত্য চট্টগ্রাম ও ভারত নিয়ে নতুন করে ভাবতে হবে: আমীর খসরু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/3-14.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে এখন পার্বত্য চট্টগ্রাম এবং ভারতকে নিয়ে নতুন করে ভাবতে হবে। আর্মিকে প্রস্তুত থাকতে হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নিরাপত্তার ব্যাপারে জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার প্রয়োজন আর পররাষ্ট্রনীতি নিয়ে আমরা এখনও ঐকমত্যে পৌঁছাতে পারিনি। কূটনৈতিক কর্মকাণ্ডে এআইসহ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কমিউনিকেশন টুলস আপডেট করতে হবে।’
তিনি বলেন,‘হিলট্র্যাক্স (পার্বত্যাঞ্চল) বাংলাদেশের জন্য টাইম-বোমায় পরিণত হচ্ছে। বাংলাদেশের একদিকের বর্ডার আরাকান আর্মির দখলে চলে গেছে। এটা একটি অশনিসংকেত।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন