পার্বত্য চট্টগ্রাম ও সমতলের জাতিসত্তাদের ‘চৈত্র সংক্রান্তি উৎসব উপলক্ষে ছুটির দাবিতে আবেদন

খাগড়াছড়ি রাংগামাটি বান্দরবান পার্বত্য জেলায় তথা পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের সকল জাতিসত্তাদের প্রধান সামাজিক উৎসব ‘চৈত্র সংক্রান্তি’ ও ‘বৈ-সা-বি’ উপলক্ষে ৫(পাঁচ) দিনের ক্লাস/পরীক্ষা বন্ধের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পুনরায় আবেদন জানিায়েছে চট্টগ্রাাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার।
মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের সিনিয়র সদস্য মিশন চাকমা এসব দাবি জানান।
বিবৃতিতে বলা হয়,“পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি ও সমতলের জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিজু, বিহু, চাংক্রান, চৈত্র সংক্রান্তি আমাদের আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।
এ উৎসব পার্বত্য অঞ্চলের পাহাড়ি জাতিসত্তা এবং সমতলের আদিবাসী জনগণের কাছে জাতীয় ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আগামী ১২ই এপ্রিল থেকে শুরু হয়ে এটি ১৬ই এপ্রিল পর্যন্ত চলবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭’শ অধিক বিভিন্ন জাতিসত্তার শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও উৎসবের দিন তাঁদের ক্লাস/পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো বলা হ্য়, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন উৎসব উপলক্ষে ০৫দিন ক্লাস/পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। অন্তবরতীকালীন সরকারও ০১দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে। তাই উৎসবের দিনগুলোতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্লাস/পরীক্ষা বন্ধ রাখার পুনরায় দাবি জানাই।
উল্লেখ্য যে, গত ০৫ই মার্চ ২০২৫(বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে উপাচার্য জনাব ড. ইয়াহ্হিয়া আখতারের সাথে সৌজন্য সাক্ষাত ও ছুটি চেয়ে উপাচার্য দপ্তরে স্মারকলিপি প্রদান করেছিল পাহাড় ও সমতলে ক্রিয়াশীল সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনসমূহ।
সংগঠনসমূহ হল: ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল, বাংলাদেশ স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং ওরাঁও জাতিগোষ্ঠীর প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের সদস্য সবুজ চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন