পাশ্চাত্যের ‘ভণ্ডামি’র প্রতি বিশ্ব অন্ধ নয়:মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় উদ্ভূত পরিস্থিতিকে ‘উন্মাদ’ বলে নিন্দা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে- পাশ্চাত্যের ‘ভণ্ডামি’র প্রতি সারাবিশ্ব অন্ধ নয় কারণ তারা বারবার ইসরাইলি আগ্রাসনের নিন্দা করতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার রিয়াদে জিসিসি-আসিয়ান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরব নিউজের সাথে এক কথোপকথনে আনোয়ার ইব্রাহিম এ কথা বলেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক রাজনীতিতে ‘বিরোধ ও ভণ্ডামি’ উন্মোচিত করেছে।
তিনি উল্লেখ করেন, পাশ্চাত্য এক প্রান্তে মানবাধিকারের কথা বলে কিন্তু অন্যদের বিষয়ে সেই একই অধিকার অস্বীকার করে।
তিনি বলেন, এই ভেবে আশ্চর্য হতে হয় যে- ‘ইতিহাস ও ভূ-রাজনীতির একজন ভালো ছাত্রের আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে এত দ্বন্দ্ব ও ভণ্ডামি রয়েছে।’
তিনি উদাহরণ দিয়ে বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার আগ্রাসন উল্লেখ করে পাশ্চাত্য এর নিন্দা করে কিন্তু ফিলিস্তিনিদের বৈধ জমি দখল করে নেয়ার বিষয়ে ইসরাইলি আগ্রাসনকে তারা প্রত্যাখ্যান করে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরো বলেন, ‘শুধু তাই নয় এই আগ্রাসনকে সমর্থন এবং রক্ষা করা হয়।’
তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদেরকে অবশ্যই জেগে উঠতে হবে, এ ধরনের ‘ভন্ডামী’ চলতে পারে না।’
এর আগে হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে মালয়েশিয়া হামাসের পাশে আছে এবং পাশ্চাত্যের কাছে মাথা নত করবে না বলে জানান আনোয়ার ইব্রাহিম।
আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নিন্দায় পশ্চিমা চাপের সাথে একমত নন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পার্লামেন্টকে বলেন, মালয়েশিয়ার নীতি হিসেবে হামাসের সাথে সম্পর্ক রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে।
বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন