পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে শিশু নির্যাতন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/doublu-mia-big-20170728085244.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরা: শহর উপকণ্ঠের ডাঙ্গীপাড়া এলাকায় আশিক সুপার আইস বারে ডাবলু মিয়া (৯) নামে এক শিশুর পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শিশুটি একই এলাকার বাবলু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর থানায় উপ-পরিদর্শক সেলিম রেজা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফ্যাক্টরির কর্মচারী দুই কিশোরকে আটক করেছে।
আটককৃতরা হলো- আইস ফ্যাক্টরির কর্মচারী একই উপজেলার ব্রহ্মরাপুর ইউনিয়নের নুর ইসলামের ছেলে শামীম হোসেন (১৫) ও ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা এলাকার শফিকুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (১৫)।
এ ঘটনায় আশিক সুপার আইস বারের সত্ত্বাধিকারী আমজাদ হোসেনকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান বলেন, ওই শিশু প্রতিদিন ফ্রি আইনক্রিস খাওয়ার জন্য ফ্যাক্টরিতে যাতায়াত করতো। বৃহস্পতিবার ফ্যাক্টরির দুই কর্মচারী শিশুটির পায়ুপথে আইসক্রিম ঢুকানোর চেষ্টা করে। তবে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করে শিশুটির মারাত্মক কোন ইনজুরি পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফ্যাক্টরির কর্মচারী দুই কিশোর শামীম হোসেন ও নাজমুল হোসেনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কিশোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন