পিরোজপুরের ইন্দুরকানিতে শেষ সময়ে জমে উঠেছে কোরবানির হাট

পিরোজপুরের সরকারি ইন্দুরকানি কলেজ মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ইন্দুরকানি বাজারে গরুর হাট ঘুরে দেখা গেছে, প্রচুর গরু, ছাগল, ভেড়া উঠেছে হাটে।

গরু বিক্রেতা দুলাল সিকদার জানান, গরুর দাম গত বছরের চেয়ে একটু কম। গরুর খাদ্যের দাম বেশি হওয়ায় লাভ এ বছর কম হবে। তিনি চার মন ওজনের একটি ষাড়ের দাম চাইছেন ১ লাখ ৩০ হাজার টাকা।

পত্তাশী ইউনিয়ন থেকে আসা বিক্রেতা মাহবুব জানান, বাজারে বড় গরুর চেয়ে ছোট গরুর চাহিদা একটু বেশি। তিনি আড়াই মন ওজনের একটি দেশি ষাড়ের দাম চাইছেন ৯০ হাজার টাকা।

গরু কিনতে আসা হাসান হাওলাদার বলেন, এ বছর চাহিদা অনুযায়ী গরু রয়েছে তাই একটু কম দামে কিনতে পারবো। সুন্দর পরিবেশে নিরাপদে গরু কেনাবেচা হচ্ছে। আকাশ মেঘলা তাই গরম কম পড়ছে। তারপরও হাটে দাড়িয়ে থাকতে পারছিনা। গরু দেখছি পছন্দ এবং দামে বুনলে ক্রয় করবো”

ইন্দুরকানি পশুর হাটে প্রশাসন ও ইজারাদারদের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজার নিরাপত্তার পাশাপাশি রাস্তার শৃঙ্খলায়ও প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। ক্রেতা-বিক্রেতা শান্তিপূর্ন পরিবেশে কেনা-বেচা করতে পেরে অনেক খুশি।

উপজেলা উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আনোয়ারুল মামুন বলেন, পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আমারা কাজ করছে।