পিরোজপুরের মঠবাড়িয়ায় বয়স জালিয়াতি করে চাকরির অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের (লক্ষনা) গ্রাম পুলিশ মোঃ বাবুল মিয়ার বিরুদ্ধে বয়স জালিয়াতি করে চাকরি করার অভিযোগ উঠেছে।
তার বিরুদ্ধে পিরোজপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দাখিলকৃত অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, জাতীয় পরিচয় পত্র (নং-৮২৪৫৫৫৬৯৬৭) অনুযায়ী বাবুল চৌকিদারের জন্ম তারিখ ২২ ফেব্রয়ারী ১৯৭৬ পিতার নাম আবদুল গহুর হাওলাদার। অন্যদিকে জন্ম সনদ (নং-১৯৮২৭৯১৫৮৫১০১৯০২৭) অনুযায়ী জন্ম তারিখ ০৬ অক্টোবর ১৯৮২ পিতার নাম আঃ গফুর হাওলাদার। জন্ম সনদে পিতার নাম কিছুটা পরিবর্তন করে বয়স জালিয়াতি করা হয়েছে। তার ছোট ভাই মোঃ জাফরের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম তারিখ ৫ এপ্রিল ১৯৭৮। বয়স জালিয়াতি করায় ছোট ভাইয়ের চেয়ে তার বয়স এখন ৪ বছর কম। ভোটার তালিকায় (ক্রমিক নং-৩০৩৮) বাবুল চৌকিদারের ভোটার নং- ৭৯০৬৫৬৩৬৫৪৯২।ভোটার তালিকায়ও তার জন্ম তারিখ ২২ ফেব্রুয়ারী১৯৭৬।
খোঁজ নিয়ে জানা গেছে, মোঃ বাবুল মিয়া ২০০৮ সালে প্রাপ্ত জাতীয় পরিচয় পত্র গোপন রেখে ২০১০ সালে ভুয়া জন্ম তারিখ দিয়ে জন্ম সনদ সংগ্রহ করে ২০১১ সালে গ্রাম পুলিশ (ইউনিয়ন পরিষদ মহল্লাদার) নিয়োগপ্রাপ্ত হয়।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে রাখতে এ জালিয়াতির আশ্রয় নেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে ৮ম শ্রেনী পাশের ভুয়া সার্টিফিকেট সংগ্রহ সহ এলাকায় নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শফিকুল আলম জানান, বিষয়টি নিয়ে ২৩ অক্টোবর ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্টদের ডেকে তদন্ত করা হবে।তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হবে।
এ বিষয়ে বাবুল চৌকিদার জানান,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে আসছে।আমি ন্যায় বিচার চাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




