পিরোজপুরের মঠবাড়িয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা সর্বস্তরের জনগনের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওই একই দিনে উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভাও অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত,মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ ফেরদৌস ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু,বীর মুক্তিযোদ্ধা শরীফ মোঃ আলমগীর হোসেন, মঠবাড়িয়া থানার পক্ষে ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হালিম তালুকদার, ইউপি চেয়ারম্যানগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন