পিরোজপুরের মঠবাড়িয়ায় জাহাঙ্গীর পঞ্চায়েত হত্যা মামলার আসামি মোস্তফা দারোগা গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় জাহাঙ্গীর পঞ্চায়েত হত্যা মামলার আসামি মোস্তফা দারোগাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ওরফে মোস্তফা দারোগা মিরুখালী ইউনিয়নের ছোট হারজি গ্রামের সোবাহান খানের পুত্র এবং ৩ নং মিরুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফের আপন ভাই।অনিয়ম ও দুর্নীতির কারনে পুলিশের চাকরি হারিয়ে এলাকায় থাকতেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) আরিফ জানান,হত্যা মামলার আসামি মোস্তফাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। মঠবাড়িয়া থানা পুলিশের তথ্য অনুযায়ী র্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার পর থেকেই পলাতক ছিল সে।গ্রেফতার এড়াতে সে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।তাকে থানায় এনে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন